যানজট নিরসনের লক্ষ্যে মাওনা থানায় ওপেন হাউজ ডে
Advertisements

গাজীপুর রিজিওন মাওনা হাইওয়ে থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) মাওনা হাইওয়ে থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

মাওনা হাইওয়ে থানার ওসি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মাহতাব উদ্দিন। বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর আওয়ামীগের সাধারণ নুরে আলম মোল্লা, শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ, শ্রীপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, খোন্দকার আবুল কালাম, গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর ইসলাম জাহিদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ জুয়েল।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দিয়েছেন, ঁ দৈনিক যুগান্তর’র প্রতিনিধি আব্দুল মালেক, সাংবাদিক জামাল উদ্দিন, এশিয়ান টিভির সাংবাদিক মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মজিবুর রহমান, মাহবুব আলম, প্রভাতী পরিবহন শ্রমিক নেত্রীবৃন্দ, তাকওয়া পরিবহন শ্রমিক নেত্রীবৃন্দ, মাওনা চৌরাস্তা ট্রাক ফেডারেশনের নেত্রীবৃন্দ সহ পরিবহন শ্রমিক।

প্রধান অতিথির বক্তব্যে মাহতাবউদ্দিন বলেন, মাওনা চৌরাস্তায় যানজট নিরসনে তাকওয়া পরিবহন কে নিয়ম মেনে নির্ধারিত স্থানে পার্কিং করে যাত্রী ওঠানামা করবে। মহাসড়ক থেকে সিএনজি স্টেশন সরিয়ে নিয়ে অন্যত্র স্থাপন করা। এবং সকলকে সড়ক পরিবহন আইন মেনে চলতে হবে।

সভাপতির বক্তব্যে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, ইতোমধ্যেই মহাসড়ক থেকে সিএনজি স্টেশন সরিয়ে নেওয়া হয়েছে। তাকওয়া পরিবহনকে নিয়ম মেনে নির্ধারিত স্থানে পার্কিং করে যাত্রী ওঠানামা করার নির্দেশ দেওয়া হয়েছে। মহাসড়কে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন।

Advertisements