মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসমাইল সাবরি ইয়াকুব
Advertisements

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুব শপথ নিয়েছেন। গত এক সপ্তাহের রাজনৈতিক ডামাডোলের মধ্যে তিনি আজ (শনিবার) দেশের নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর আগে করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন। ইসমাইল সাবরি হচ্ছেন মালয়েশিয়া দীর্ঘদিনের শাসকদল ইউনাইটেড মালয়জ ন্যাশনাল অর্গানাইজেশনের ঝানু রাজনীতিবিদ।

তবে বিশ্লেষকরা বলছেন, নতুন প্রধানমন্ত্রী শান্তিপূর্ণভাবে তার ক্ষমতার মেয়াদ শেষ করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। দেশটির সংসদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার যোগাযোগ থাকায় সম্ভবত মহিউদ্দিন ইয়াসিনের চেয়ে তিনি কিছুটা শক্তিশালী অবস্থানে থেকে শাসনকার্য পরিচালনা করতে পারবেন বলেও অনেকে মনে করছেন।

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৬১ বছর বয়সী ইসমাইল সাবরির নাম ঘোষণা করা হয়। গত চার বছরের কম সময় মধ্যে তিনি হলেন দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী। মুহিউদ্দিন ইয়াসিন সরকারের আমলে ইসমাইল সাবরি প্রথমে প্রতিরক্ষামন্ত্রী এবং শেষ দিকে উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পার্সটুডে

Advertisements