ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, তার দেশের নৌবাহিনী নতুন করে আমেরিকা এবং ব্রিটিশ জাহাজে দুই দফা হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানী সানা থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
জেনারেল সারিয়ি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইয়েমেনের সামরিক বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ইয়েমেনের সেনারা নতুন করে মার্কিন মালিকানাধীন ‘স্টার নাসিয়া’ এবং ‘ব্রিটিশ মর্নিং টাইড’ নামের দুটি জাহাজের ওপর হামলা চালায়। ইয়েমেনের নৌবাহিনী উপযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজ দুটিতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং মার্কিন ও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আগ্রাসনের জবাবে লোহিত সাগরে শত্রুদের জাহাজে হামলা চালানো হয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, লোহিত সাগর এবং আরব সাগরে আমেরিকা ও ব্রিটেনের সমস্ত জাহাজ এখন থেকে ইয়েমেনের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু।