ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন
Advertisements

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো সংগঠিত বিদ্বেষমূলক সহিংসতা চলছে না। বরং এ ধরনের অভিযোগ নিয়ে ভারত থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। তার ভাষায়, “বর্তমানে ভারতের একটি বড় বৈশিষ্ট্য হলো ভুয়া খবর প্রচার করা।”

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে নিউইয়র্কে অবস্থানকালে আন্তর্জাতিক গণমাধ্যম **জিটিও**–এর সাংবাদিক মেহদি হাসানের সঙ্গে আলাপচারিতায় এ মন্তব্য করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সাক্ষাৎকারটির উদ্ধৃতি প্রকাশ করে।

দেশে চলমান আন্দোলনের পটভূমিতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে প্রশ্নে ড. ইউনূস বলেন, শুরুতে এই প্রস্তাবে তিনি বেশ অবাক হয়েছিলেন এবং অনিচ্ছুক ছিলেন। তবে আন্দোলনকারীদের দৃঢ় অবস্থান ও ত্যাগ দেখে তিনি মত পরিবর্তন করেন। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলেন, “আপনারা যদি এতকিছু ছাড়তে পারেন, তবে আমিও আমার অবস্থান বদলাতে রাজি।”

Advertisements