ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে ছিলেন বিপিনের স্ত্রী মধুলিকা রাওয়াতও। এছাড়াও বেশ কয়েকজন পদস্থ সেনা কর্মকর্তা ছিলেন।এতে চারজন নিহত হয়েছেন
আজ বুধবার তামিলনাড়ুর কন্নরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে টুইট করেছে ভারতের বিমান বাহিনী। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদ চ্যানেলগুলিতে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে যে স্থানীয় বাসিন্দারা কলেজের কাছে একটি ঘন বনাঞ্চলে হেলিকপ্টারটিতে ধরে যাওয়া আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করছে।
#WATCH | Latest visuals from the spot (between Coimbatore and Sulur) where a military chopper crashed in Tamil Nadu. CDS Gen Bipin Rawat, his staff and some family members were in the chopper.
(Video Source: Locals involved in search and rescue operation) pic.twitter.com/YkBVlzsk1J
— ANI (@ANI) December 8, 2021
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত হেলিকপ্টারে আরোহনকারী চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, MI-17V5 হেলিকপ্টারটিতে বিপিন রাওয়াতসহ ১৪ জন সেনা কর্মকর্তা ছিলেন। এছাড়াও ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী।
এদিকে, হিন্দুস্থান টাইমস জানিয়েছে, বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিপিন রাওয়াতের চিকিত্সার জন্য ৬ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
একটি ডিফেন্স কলেজে যাচ্ছিল হেলিকপ্টারটি। খারাপ আবহাওয়ার জন্যেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।