ওসি আজ দুপুর ২টায় জানান সীমানা শ্রীপুরের নয়, তিনি মামলা নেবেন না, পরে সংবাদ প্রকাশের দুই ঘন্টা পর মামলা নিলো পুলিশ! ফলোআপ
বান্ধবী রুপা বেড়ানোর কথা বলে গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামের একটি আকাশমণি বাগানে নিয়ে যায় ভিকটিমকে। পরে সেখানে ধস্তাধস্তি শুরু করে নাজমুল ও সিএনজি চালক এরশাদ। এরপর মারধর। এক পর্যায়ে অন্যান্যদের সহায়তায় গণধর্ষণ করে নাজমুল ও সিএনজি চালক এরশাদ।
এই ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের পিতা গত দুইদিন যাবত শ্রীপুর থানায় অভিযোগ করার চেষ্টা করছেন। সর্বশেষ রোববার (২০ মার্চ) বেলা ১১ টায় শ্রীপুর থানার ওসি ইমাম হোসেনের সাথে দেখা করেন। কিন্তু তিনি সোজাসাপটা জানিয়ে দেন মামলা নিবেন না। কারণ সেটা টাঙ্গাইলের সখীপুর থানা। অতঃপর গাজীপুর জেলা পুলিশ সুপারের সাথে দেখা করতে গাজীপুর রওয়ানা হয় ভিকটিমসহ তার পরিবার। এরপর ভাওয়াল বার্তায় সংবাদ প্রকাশ করা হয়। এর দুই ঘন্টার মধ্যেই মামলা নেবে বলে জানায় শ্রীপুর থানা পুলিশ।
এ বিষয়ে ভিকটিমের পিতা বলেন, ওসি স্যার বলছে মামলা নিবে। মেয়ের জন্মনিবন্ধন কাগজ লাগবে। সেটা আনতে বাড়িতে যাচ্ছি। আজ রাতেই মামলা নম্বর পাওয়া যাবে।