শোক দিবস - বৃষ্টিকে উপেক্ষা করে শোক দিবসে শ্রীপুরে জনতার ঢল - সত্য ও নিরপেক্ষ সংবাদ
Advertisements

জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে গাজীপুর জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয় জেনারেল জিয়াউর রহমানকে মরণোত্তর বিচারের দাবি জানান।

গতকাল মঙ্গলবার শ্রীপুর ভবনে বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী প্রয়াত এডভোকেট রহমত আলী এমপির সন্তান ও গাজীপুর ৩ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়।

১৫ আগস্টের সকাল থেকে গাজীপুরের বিভিন্ন অঞ্চলের আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় শোক দিবসের ব্যানার নিয়ে উপস্থিত হতে থাকেন। একসময় মিলাদ মাহফিল পরিণত হয় বিশাল জন-সমাবেশে।

সকাল ১১ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে শুরু হয় বৃষ্টি। শ্রাবণের এ বৃষ্টি উপেক্ষা করে-ই ‘দুর্জয় ভাই’ ‘দুর্জয় ভাই’ শ্লোগান দিতে দিতে বানের জলের মতো নেতাকর্মীদের ঢল নামে জনসমাবেশে। শোক এখানে শক্তি হয়ে নবজাগরণের সৃষ্টি করে নেতাকর্মীদের মধ্যে।

শোক দিবস উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে জামিল হাসান দুর্জয় বলেন, পচাত্তরের ১৫ আগস্টের হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে জেনারেল জিয়ার মরণোত্তর বিচার দাবি করতে হবে। তিনি বলেন, ইনডেমনিটি অধ্যাদেশে স্বাক্ষর করার মাধ্যমে বঙ্গবন্ধুর খুনের সাথে নিজের সম্পৃক্ততার প্রমাণ দিয়েছেন জেনারেল জিয়া। তাই তার বিচার করা ইতিহাসের দায়। বিএনপি জামায়াতের সকল নৈরাজ্যের বিরুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলেন নেতাকর্মীদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, শ্রীপুর উপজেলা শ্রমীক লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রীপুর উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুল হাসান বিএ, শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শেখ শফিকুর রহমান, গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ফিরুজ মিয়া, গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, ভাওয়াল গড় আওয়ামীলীগ নেতা ইন্জিঃ গোলাপ মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা আপেল মাহমুদ, শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান খান, গাজীপুর জেলা আওয়ামী সদস্য লীগের সদস্য সচিব নুরুজ্জামান, গাজীপুর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাউসার শেখ কামাল, শ্রীপুর পৌর যুবলীগের সাধারন সম্পাদক হুমাউন কবির হিমু, পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহীন আহমেদ জিয়া,শ্রীপুর পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি শামিম ভূইয়া সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম রাজিব, শ্রীপুর পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান রনি, গাজীপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শেখ মাসুদ পারভেজ জুয়েল, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লাভলু, গাজীপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাদেক মিয়া প্রমূখ।

মিলাদ মাহফিলে আওয়ামীলীগসহ দলটির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে দোয়া কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Advertisements