কাদের
Advertisements

বঙ্গবন্ধুর ভাস্কর্যনির্মান প্রসংগে বিএনপিকে আবারো দায়ি করে ক্ষমতাসীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, বিএনপি পেছন থেকে মদদ দিচ্ছে। তারাই সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এটা প্রমাণিত।

আজ সোমবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। ওদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে রাজনীতি করে, এজন্য স্বাধীনতাকে মনেপ্রাণে মেনে নিতে পারে না।

সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে হাছান মাহমুদ বলেন, ‘জামায়াতে ইসলাম দলগতভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। শুধু বিরোধিতাই নয়, দলগতভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা আলবদর বাহিনী গঠন করেছে, তারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে।’

তিনি বলেন, ‘বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা তাদের হাতেই গঠিত হয়েছিল। তারা শুধু পাকিস্তানের পক্ষ অবলম্বন করেনি, আমাদের মা-বোনের ইজ্জত লুণ্ঠনেও সহযোগিতা করেছে।’

এ ছাড়া আওয়ামীলিগ নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করেন তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না

আজ সোমবার ভোলা শহরে জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়েও এদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। পৃথিবীর অনেক মুসলিম দেশ- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, সৌদি আরব, তিউনিসিয়া, মিসর, তুরস্কসহ বিভিন্ন দেশে মুসলিম নেতাদের ভাস্কর্য আছে। সুতরাং যারা ভাস্কর্য নিয়ে বিরোধিতা করে তারা সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না।’

সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দেশের প্রশাসনিক কর্মকর্তাসহ সকল শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।’

মানববন্ধনে জেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীরা অংশ নেন।

Advertisements