বান্দরবানের রোয়াংছড়িতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রোয়াংছড়ির ঘেরাওমুখ নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
বিষয়টি সংবাদমধ্যমকে নিশ্চিত করেছেন বান্দরবানের এডিশনাল এসপি অশোক কুমার পাল।
তিনি বলেন, চারজন নিহতের খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিমকে পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।