বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সভাকক্ষে এ চুক্তি সই হয়।
৪৬তম ইয়েন লোন প্যাকেজের (২য় ব্যাচ) আওতায় ‘জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ’ প্রকল্পে এই অর্থ সহায়তা দেবে জাপান সরকার।
বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। জাপানের পক্ষে সই করেন ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি টমোহাইড।
চুক্তির আওতায় বাংলাদেশকে ৯২ হাজার ৭৭ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা দেওয়া হবে। এর আগে প্রকল্পের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য ৪ হাজার ২২৮ মিলিয়ন ইয়েন (প্রায় ৩২ মিলিয়ন ডলার) ঋণচুক্তি হয়েছিল।
চুক্তির শর্ত অনুযায়ী, মূল নির্মাণকাজের জন্য সুদের হার ২ শতাংশ, পরামর্শক সেবার জন্য ০.৬৫ শতাংশ এবং ফ্রন্ট-এন্ড ফি ০.২০ শতাংশ। ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে ঋণ পরিশোধ করতে হবে।
প্রকল্পের আওতায় ১৬২ কিলোমিটার ডুয়েল গেজ মেইন লাইন, ২৫ কিলোমিটার লুপ ও সাইডিং লাইন এবং ১১ কিলোমিটার বিদ্যমান রেললাইন পুনর্গঠন করা হবে। এছাড়া নির্মিত হবে ৩টি নতুন রেলস্টেশন ও অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামো।
জাপান সফরের সময় গত ৩০ মে টোকিওতে প্রকল্পটির ঋণের জন্য বিনিময় নোট স্বাক্ষরিত হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানায়, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য ও মানবসম্পদ খাতে বাংলাদেশকে এখন পর্যন্ত ৩৩ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার।





































