বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন
Advertisements

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আগামীকাল (৫ মার্চ) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন। এ প্রতিবেদনটি বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জেনেভা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ইউটিউবের এই লিংকে (https://youtube.com/live/szaCueW3WLs) দর্শকরা অনুষ্ঠানটি দেখতে পারবেন।

এই অধিবেশনে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি দল এবং বাংলাদেশের নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। মূলত, বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে জাতিসংঘের দলটি সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে।

সোমবার এক বক্তব্যে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেন যে, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরবে এবং জবাবদিহিতা, ক্ষতিপূরণ ও মানবাধিকার সংস্কারের পথ সুগম করবে।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে এক বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনকালে তিনি বলেন, “ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ভলকার তুর্ক আরও বলেন, “গত বছর বাংলাদেশে সংঘটিত সহিংসতায় এক ভয়াবহ বিপর্যয় নেমে আসে। তৎকালীন সরকার ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এখন দেশ একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং আমাদের স্বাধীন তথ্য-অনুসন্ধান প্রতিবেদন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

জাতিসংঘের এই প্রতিবেদন আন্তর্জাতিক মহলে ব্যাপক গুরুত্ব বহন করবে বলে ধারণা করা হচ্ছে। এটি ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

Advertisements