বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন
Advertisements

বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বৈধতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার নয়াদিল্লির সাউথ ব্লকে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক, ভারত তার সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলে তা দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ককে আরও শক্তিশালী করবে।”

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক ‘সময় পরীক্ষিত’ এবং তা সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনে গড়ে উঠেছে। ভারত সবসময় এই সম্পর্ককে জনমুখী দৃষ্টিভঙ্গিতে দেখে এসেছে।

ভারতের এ কূটনীতিক জানান, চলমান পরিস্থিতি ও ভুল বোঝাবুঝি দূর করতে তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফর করেছেন, যা তার মতে “খুবই কার্যকর” ছিল। ওই সফরের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক ও পরিস্থিতি সম্পর্কে অনেক বিষয় পরিষ্কার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের মধ্যে সীমান্ত, নদী, বাণিজ্যসহ নানা বিষয়ে কর্মপদ্ধতিগত বৈঠক নিয়মিতভাবে হচ্ছে। এসব বৈঠকের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিক্রম মিশ্রি আশা প্রকাশ করেন, বাংলাদেশি সাংবাদিকদের এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দেবে এবং তারা ফিরে গিয়ে ভারতকে আরও সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন।

Advertisements