Chief Advisor
Advertisements

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারি সফরে আগামী ২৬ মার্চ চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বিশেষ ফ্লাইটে তিনি দেশটি সফর করবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীনের হাইনান প্রদেশে আয়োজিত “বিওএও ফোরাম ফর এশিয়া” সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সম্মেলনে এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সহযোগিতা ও অন্যান্য কৌশলগত বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চীনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কার্যক্রম সম্পন্ন করার পর ২৯ মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

Advertisements