বঙ্গবন্ধু রেল সেতুর - বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলায় এমভি ফ্রানবো লোহাস - সত্য ও নিরপেক্ষ সংবাদ
Advertisements

যমুনা নদীর ওপর নির্মিতব্য বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সরঞ্জাম নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে জাহাজ এমভি ফ্রানবো লোহাস।

বন্দরের হারবার মাস্টার মো. ফকর উদ্দীন জানান, পানামার পতাকাবাহী জাহাজটি সোমবার বিকালে বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে।

তিনি বলেন, ভিয়েতনাম থেকে আসা জাহাজটিতে স্টিল পাইপ ও পাইলসহ তিন হাজার ২৮৮ মেট্রিকটন নির্মাণ সরঞ্জাম রয়েছে। সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর পাশে নির্মিতব্য চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যরে দুই লেনের ডুয়েল মিটারগেজ রেল সেতুতে এই সরঞ্জাম ব্যবহৃত হবে। ওই সেতুতে শুধু রেলই চলবে।

গত ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।

তার আগে ১২ নভেম্বর রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, সেতু নির্মাণের কাজ এই বছর শুরু করে ২০২৪ সালে শেষ করতে চায় সরকার। জাপানের সহায়তায় ৯ হাজার ৭৩৪ কোটি টাকা ব্যয়ে এই রেলসেতু নির্মাণ করা হচ্ছে।

রেলমন্ত্রী বলেন, ২০২৪ সালের অগাস্টের মধ্যে কাজ শেষ হবে এবং নতুন সেতুর উপর দিয়ে ট্রেন চলবে।

Advertisements