বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং
Advertisements

করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার বঙ্গবন্ধুর বায়োপিক। এর নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে তথ্যমন্ত্রী ও বিদায়ী হাইকমিশনার সাংবাদিকদের এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘তার (রীভা গাঙ্গুলী) অবস্থানকালে আমাদের মন্ত্রণালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। প্রথমবারের মতো গত বছর থেকে আমাদের বিটিভি পুরো ভারতর্ষে ফ্রি-ডিসের মাধ্যমে দেখা যাচ্ছে। একই সঙ্গে বেতারের অনুষ্ঠানমালাও সেখানে সম্প্রচার করা হচ্ছে। এটি একটি বড় কাজ।’

তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে যেটির কাজ শুরুও হয়েছিলো। কোভিডের কারণে এটি আপাতত বন্ধ আছে। তবে খুব সহসা সেই কাজও শুরু হবে। আমরা খুব সহসা দুই দেশের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের উপর একটি ডকুমেন্টারি ফিল্মের কাজও শুরু করব। আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি।’

‘ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম। যেটির সঙ্গে অন্য কারো সম্পর্কের তুলনা হয় না। দ্বিপাক্ষিক আরও কিছু বিষয় ছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি’- বলেন হাছান মাহমুদ।

রীভা গাঙ্গুলী দাস বলেন, ‘আমি হাইকমিশনার থাকার সময়েই বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক হচ্ছে, শ্যাম বেনেগাল এটা পরিচালনা করবেন। অনেক কাজই এগিয়ে গিয়েছিল কিন্তু কোভিডের জন্য শুটিংটা শুরু হতে পারল না। হোপফুলি এখন যেহেতু সবকিছু নরমাল হচ্ছে, শুটিং শুরু হবে দ্রুতই। আমরা যৌথভাবে বঙ্গবন্ধুর উপর একটি ডকু ফিল্মও তৈরি করব। সেটার কাজও এগোচ্ছে ধীরে ধীরে।’

তিনি বলেন, ‘আগামী বছর মুক্তিযুদ্ধের এবং আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর। অনেক এরিয়া আছে আমরা যেখানে একসঙ্গে কাজ করতে পারি।’

বিদায়ী হাইকমিশনার আরও বলেন, ‘অলওয়েজ দুই দেশ এত কাছের দেশ, আমাদের কালচার খুব মেলে। আমাদের দুই দেশের মধ্যে হিস্টরিক্যাল লিগ্যাসি আছে। অনেক কিছু হয়তো করেছি আমরা। আরও অনেক কিছু আছে করার মতো। আমি মনে করি আগামীতে ডাইনামিক লিডারশিপে সেগুলোও হবে।’

প্রসঙ্গত, তথ্য মন্ত্রণালয় প্রকাশিত তালিকা অনুযায়ী শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করবেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা ও ছোটবেলার চরিত্রে দীঘি অভিনয় করবেন।

শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়াকে চূড়ান্ত করা হয়েছে। আর শেখ রেহানার চরিত্রে থাকছেন সামান্তা রহমান। এছাড়া আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে আছেন রাইসুল ইসলাম আসাদ, শেখ কামাল চরিত্রে কামরুল হাসান, শরীফ সিরাজ আছেন শেখ জামালের চরিত্রে। খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে দেখা যাবে ফজলুর রহমান বাবুকে। আয়ুব খান হিসেবে থাকবেন মিশা সওদাগর। সবমিলিয়ে এখানে অর্ধ শতাধিক তারকাকে দেখা যাবে বিভিন্ন চরিত্রে।

আরএমএম/এলএ/এমকেএইচ

Advertisements