পাকিস্তানের বিমান হামলা
Advertisements

পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজের।

সূত্রে জানা যায়, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের রাজধানী শারানা শহরে একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে আরগুন জেলায় পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। হামলায় আরও পাঁচজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।

এসিবি এক বিবৃতিতে জানায়, “আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যারা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।”

বিবৃতিতে আরও বলা হয়, নিহতরা দুপুরে শারানা শহরে একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ এলাকায় ফিরে একত্র হওয়ার সময় আকস্মিকভাবে বিমান হামলার শিকার হন তারা।

উল্লেখ্য, ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সংস্করণের ওই ত্রিদেশীয় সিরিজটি। আফগানিস্তানের সরে দাঁড়ানোর ফলে সিরিজটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

Advertisements