পাকিস্তানকে হারিয়ে ইতিহাস
Advertisements

বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ রানে জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে জাকের আলি ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। শেখ মেহেদী করেন ২৫ বলে ৩৩ রান। শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও মধ্য ওভারে জাকের-মেহেদীর জুটিতে দল ঘুরে দাঁড়ায়।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। শুরুতেই বাংলাদেশ বোলারদের চাপের মুখে পড়ে সফরকারীরা। পাওয়ার প্লেতে মাত্র ১৭ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ৩টি, তানজিম সাকিব ২টি এবং শেখ মেহেদী ২টি উইকেট নেন। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান, তবে শরিফুলের ঠাণ্ডা মাথার বোলিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা ছড়ালেও গুরুত্বপূর্ণ সময়ে রিশাদ হোসেন ৩১ রান করা ফাহিম আশরাফকে বোল্ড করে ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের দিকে নিয়ে আসেন। শেষ পর্যন্ত সফরকারীরা থামে ৮ রানে পিছিয়ে।

এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জিতল বাংলাদেশ। ইতিহাস গড়ার ম্যাচে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

Advertisements