বিএনপির হামলা
Advertisements

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি পথসভায় বিএনপির হামলার ঘটনা ঘটেছে। এতে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদসহ উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে স্থানীয় জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপি।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার পর উপজেলার জাহাজমারা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাজমারা বাজারে এনসিপির পূর্বনির্ধারিত পথসভা চলছিল। একই সময়, সোনাদিয়া ইউনিয়নের সেকু মার্কেটে কৃষক দলের একটি ইফতার মাহফিলে আওয়ামী লীগের হামলার অভিযোগ ওঠে। এতে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুর রব গুরুতর আহত হন। এর প্রতিবাদে বিএনপি জাহাজমারা বাজারে একটি মিছিল বের করলে তা এনসিপির পথসভার সামনে পড়ে এবং উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির হাতিয়া প্রতিনিধি ইউসুফ জানান, সন্ধ্যার পর তাদের পূর্বনির্ধারিত পথসভা চলাকালে বিএনপির ৩০-৪০ জনের একটি দল সেখানে হামলা চালানোর চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নেয়ামত উল্লা নিরব, ওসমান ও তুহিনসহ অন্তত ২৬ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, “সন্ধ্যার আগে কৃষক দলের এক ইফতার মাহফিলে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আমরা জাহাজমারা বাজারে মিছিল বের করি। মিছিলটি এনসিপির পথসভার সামনে পড়লে সামান্য উত্তেজনা তৈরি হয়। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ড মোতায়েন রয়েছে, এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।

Advertisements