প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
সিইসি জানান, রাষ্ট্রদূত নির্বাচনী পরিবেশ সম্পর্কে ধারণা নিতে ইসি কার্যালয়ে এসেছিলেন। তিনি বলেন, “আগামী বছরের রমজানের আগেই নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। ইসিতে যোগদানের পর থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন আয়োজনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। সরকার যখন চাইবে, আমরা নির্বাচন করতে প্রস্তুত।”
নির্বাচনে মব জাস্টিস বা সহিংসতা নিয়ে উদ্বেগ প্রসঙ্গে সিইসি বলেন, “নির্বাচনের সময় মব জাস্টিসের সুযোগ থাকবে না। সরকার ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় শান্তিপূর্ণ ভোট আয়োজন করা হবে।” তিনি জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে সব গোয়েন্দা সংস্থাকে নির্বাচন কমিশনকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।
কালো টাকার প্রভাব প্রসঙ্গে নাসিরউদ্দিন বলেন, “নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে কমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। শুনানিতে হাতাহাতির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।





































