গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (২৪ আগস্ট) সকালে ভোগড়া টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা মঞ্চের বাম পাশে স্থাপিত ফলক উন্মোচন করতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান—লাল কাপড়ে ঢাকা স্বেতপাথরের ফলকে কালো কালি দিয়ে উদ্বোধক হিসেবে তার নিজের নাম লেখা রয়েছে। এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন,
“এটি কি আমার বাপের টাকায় করা? তাহলে ফলকে কেন আমার নাম থাকবে?”
পরে তিনি দ্রুত ফলক পরিবর্তনের নির্দেশ দেন। ফলক উন্মোচন না করে তিনি টোলপ্লাজায় গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন এবং নির্ধারিত টোল পরিশোধ করে সড়ক অতিক্রম করেন।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনার সৃষ্টি করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।





































