দুর্যোগ প্রশমন দিবসে
Advertisements

দুর্ঘটনা দুর্যোগে,সবার পাশে সবার আগে’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও গণসংযোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে টঙ্গীর টি এন্ড টি বাজার হাজী মার্কেট এলাকায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) আয়োজিত এ মহড়া পরিচালনা করেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টঙ্গী ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার লিডার শাকিল খান, টিম লিডার মো. নাজিম এবং ফায়ার ফাইটার বাদল, নূরু উদ্দিন, এরশাদ, মোতালেব, টিপু ও মেরাজুল।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আরবান কমিউনিটি ভলান্টিয়ারবৃন্দ। এছাড়াও অংশগ্রহণ করেন জাগ্রত তরুণ ফাউন্ডেশন গাজীপুর এবং ডেল্টা যুব সামাজিক সংগঠনের সদস্যরা।

ফায়ার সার্ভিসের এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়।

Advertisements