টঙ্গী বেইলি সেতু
Advertisements

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীস্থ বেইলি সেতুটি ভেঙে তুরাগ নদে পড়ে গেছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও যানবাহন চালকদের বিকল্প পথ হিসেবে কামারপাড়া মুন্নুগেট ব্যবহার করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবদুল্লাহপুর-টঙ্গী সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নিয়মিত ভারী যানবাহনের চাপ এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবে সেতুটি নড়বড়ে হয়ে পড়েছিল। ভোরে একটি পাথরবোঝাই ওভারলোডেড ডাম্প ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতুটি ভেঙে যায় এবং ট্রাকটি তুরাগ নদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সেতু ভেঙে পড়ার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, যার ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ও মিডিয়া বিভাগ জানিয়েছে, জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, যাত্রী ও যানবাহন চালকদের টঙ্গী সেতু এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট হয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ভারী যানবাহনের চাপ এবং নিয়মিত মেরামতের অভাবে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এই রুটের গুরুত্বপূর্ণ সেতু পুনর্নির্মাণ বা সংস্কারের প্রয়োজনীয়তা স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন। প্রশাসন জানিয়েছে, সেতুটি পুনর্নির্মাণে অতি দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

টঙ্গী সেতু দিয়ে চলাচলকারী যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, আপাতত বিকল্প সড়ক ব্যবহার করুন এবং যেকোনো জরুরি তথ্যের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন।

Advertisements