ভয়ংকর ইয়াবা সিন্ডিকেট
Advertisements

কক্সবাজারের টেকনাফের হাবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৩ হাজার ৯৮০ পিস ইয়াবার চালান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। যার আনুমানিক মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা।

এসময় দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ সদরের হাবিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের মৃত নজির আহাম্মদের ছেলে মো. আব্দুর রশিদ (৩৬) ও একই ইউনিয়নের গোদারবিল এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল হামিদ (২৬)।

চট্টগ্রাম র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব-৭ এর সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কিছু মাদক ব্যবসায়ী হাবিরপাড়া এলাকার আব্দুর রশিদের বসতঘরের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে আব্দুর রশিদের বসতঘরের সামনে আম গাছের নিচে মাটি খুঁড়ে ১ লাখ ৩৭ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া আব্দুর রশিদের ভগ্নিপতির বসতঘরে গোসলখানার স্লাবের নিচে লুকানো ১ লাখ ২৬ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Advertisements