জ্যাক মা-র সংস্থাকে এবার ২৩,৪৮০ কোটি টাকা জরিমানা
Advertisements

আরও বিপাকে পড়লেন চীনের ধনকুবের জ্যাক মা। এবার তার প্রতিষ্ঠিত ই-কমার্স জায়েন্ট আলিবাবার উপর ১৮.২ বিলিয়ন ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৩,৪৮০ কোটি টাকা) জরিমানা চাপিয়ে দিয়েছে চীনা প্রশাসন।

জানা গেছে, বাজার অবস্থানের অপব্যবহারের জন্য এই জরিমানা করা হয়েছে সংস্থাটিকে। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে যে ডিসেম্বর মাসে আলিবাবার তদন্ত শুরু হওয়ার পরে মার্কেট রেগুলেশন প্রশাসন জরিমানার মূল্যায়ন করেছিল।

চীনা নিয়ন্ত্রকদের মতে, আলিবাবা একচেটিয়া বিরোধী আইন লঙ্ঘন করেছে। এর পাশাপাশি তারা বাজারে নিজের অবস্থানের অপব্যবহারও করেছেন। সিনহুয়া বলেছিল যে নিয়ামকরা আলিবাবার ২০১৯ সালে ৪৫৯.৭ বিলিয়ন ইউয়ান বিক্রয়ের চার শতাংশের সমান জরিমানা আরোপ করে।

এতে জরিমানা দাঁড়ায় প্রায় ১৮.২ বিলিয়ন ইউয়ান। জ্যাক মা-র ঝামেলা তখন শুরু হয়েছিল যখন তিনি ২০২০ সালের ২৪ শে অক্টোবর একটি পাবলিক ফোরাম থেকে চীনের নিয়ন্ত্রক ব্যবস্থার কথিত পক্ষপাতিত্বের তীব্র সমালোচনা করেন।

Advertisements