অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে আরো তিন ফিলিস্তিনি তরুণকে গুলি করে শহীদ করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। আজ (বৃহস্পতিবার) সকালে জেনিন শহরের কাছাকাছি জাবা উপশহরে ইসরাইলের স্পেশাল ফোর্স এ আগ্রাসন চালায়।
এ সময় তারা শহরের প্রবেশ পথের মুখে একটি গাড়িতে গুলি চালায় এবং গাড়ির আরোহী তিন ফিলিস্তিনি তরুণ শহীদ হন। তাদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে। এছাড়া, আজকের আগ্রাসনের সময় এক ফিলিস্তিনি নাগরিককে তার বাড়ি থেকে ইসরাইল সেনারা তুলে নিয়ে যায়।
আজকের এই আগ্রাসনের পর জেনিনের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ বেধে যায়। এ সময় ইসরাইলি সেনারা গুলি চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম। ইহুদি সেনাদের বর্বর আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
চলতি বছরের দুই মাসে ইহুদিবাদীদের আগ্রাসনে এ পর্যন্ত ৭৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ১৩ জন নারী ও শিশু রয়েছেন।





































