জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনাদের ভয়াবহ হত্যাযজ্ঞ
Advertisements

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে বর্বর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ভয়াবহ আগ্রাসনে অন্তত নয় ফিলিস্তিনি শহীদ এবং কয়েক ডজন আহত হয়েছেন।ফিলিস্তিনের গণমাধ্যমগুলো খবর দিয়েছে যে, ইহুদিবাদী সেনারা অন্তত ৭০টি গাড়িতে করে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায়।

এসময় ফিলিস্তিনিরা ইহুদিবাদী সেনাদেরকে বাধা দিতে গেলে তাদের ওপর বেপরোয়া গুলি চালায় এবং এতে এ সমস্ত ফিলিস্তিনি হতাহত হন। ইসরাইলি স্নাইপারদেরকে ফিলিস্তিনি বিভিন্ন ভবনের ছাদে মোতায়েন করা হয় এবং অন্য সেনারা ভারী অস্ত্র নিয়ে ফিলিস্তিনি প্রতিবাদকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে এই হামলাকে গণহত্যা বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।

মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে বলা হয়েছে- আন্তর্জাতিক নিরবতার সুযোগ নিয়ে দখলদার ইসরাইলি সেনারা এভাবে একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজকের শহীদ নয় জনের মধ্যে একজন নারীও রয়েছেন। এছাড়া আহত ১৩ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অন্য এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কায়লা বলেছেন, দখলদার ইসরাইলি সেনারা জেনিন হাসপাতালে হামলা চালায় এবং ইচ্ছাকৃতভাবে সেখানে তারা টিয়ার গ্যাস ছোঁড়ে। এতে মারাত্মকভাবে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে শিশুরা।

এই ঘটনার পর কায়লা আন্তর্জাতিক রেড ক্রস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন যাতে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ হয়। আর যাতে ফিলিস্তিনিদের রক্ত না ঝরে সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।আজকের হামলার পর ২০২৩ সালে এ পর্যন্ত ২৮ জন ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের হাতে শহীদ হলেন।

Advertisements