নিউ জিল্যান্ড থেকে গবাদিপশু নিয়ে চীনে যাওয়ার সময় জাপান সাগরে ডুবে গেছে একটি জাহাজ। এই জাহাজে প্রায় ছয় হাজার গবাদিপশু ছাড়াও ৪২ জন নাবিক ও কর্মী ছিল।
মালবাহী গালফ লাইভস্টক ওয়ান নামের জাহাজটির এক কর্মীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তি ফিলিপাইনের নাগরিক। ৪২ নাবিক ও কর্মীর মধ্যে ৩৯ জন ফিলিপাইনের এবং নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুই জন করে নাগরিক রয়েছে।
নিখোঁজের আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পূ্র্ব চীন সাগরে ঝড়ের কবলে পড়ার পর জাহাজটি বিপদ সংকেত পাঠায়। নিউ জিল্যান্ড থেকে জাহাজটি চীনের উদ্দেশ্যে রওনা হয় ১৪ আগস্ট।
জাহাজটির খোঁজে তল্লাশি চালাচ্ছে জাপানের কোস্টগার্ডের চারটি অনুসন্ধান জাহাজ ও বেশ কয়েকটি বিমান।
বেঁচে যাওয়া ফিলিপাইনের নাগরিক সারেনো এদভারোদো জাপানি কোস্টগার্ডকে জানিয়েছেন, একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর জাহাজটি ডুবে যায়। জাহাজটির অপর ৪১ নাবিক ও কর্মীর পরিণতি কি হয়েছে তা জানাতে পারেননি এই ব্যক্তি।
সূত্রঃ পার্সটুডে