ঢাকায় জামায়াতের ১০ নেতা আটক
Advertisements

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমার দেশ পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বেলা ১১টার পর থেকে সংলাপ শুরু হলেও জামায়াতের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল উপস্থিত হয়নি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এছাড়া এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জামায়াত আগেই জানিয়ে দেয় যে তারা আজকের বৈঠকে অংশ নেবে না। দলটির অভিযোগ—প্রধান উপদেষ্টার সাম্প্রতিক লন্ডন সফরের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে জামায়াতকে উপেক্ষা করা হয়েছে। এই ‘ইগনোর’ করার প্রতিবাদেই তারা সংলাপে অংশ নেয়নি বলে জানায়।

কমিশনের পক্ষ থেকে জামায়াতকে বৈঠকে যোগ দিতে পরে আবারও অনুরোধ জানানো হয়, তবে তারা সাড়া দেয়নি।

এর আগে ঈদের আগে (৩ জুন) অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। সেদিন সকালে দলের সংবাদ সম্মেলনের কারণে তাঁরা দুপুরের বিরতির পরে সংলাপে যোগ দেন।

Advertisements