শাপলার হত্যাকাণ্ড
Advertisements

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড জাতিসংঘের নথিভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।

রবিবার (২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খানের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। এসময় তিনি ২০২৪ সালের জুলাই ও আগস্টের আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান।

ড. ইউনূস বলেন, “বছরের পর বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন নৃশংসতা নথিভুক্ত করা জরুরি। এটি না হলে সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হবে।”

এদিকে, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি লুইস জানান, জাতিসংঘ এসব ঘটনার নথিভুক্তকরণে প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত এবং বাংলাদেশের জনগণকে এ বিষয়ে দক্ষতা উন্নয়নে সহযোগিতা করবে।

তিনি আরও জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আগামী ৫ মার্চ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এ বিষয়ে সদস্য দেশগুলোকে অবহিত করবেন।

এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফরে আসবেন। সফরের সময় রোহিঙ্গা ত্রাণ সংকট ও অন্যান্য মানবাধিকার ইস্যু বিশ্বব্যাপী তুলে ধরার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান লুইস।

Advertisements