
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিনাডুলী বাঘিয়া এম.আর. উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১৪ মে (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ লিটন।
সভাটি সঞ্চালনা করেন নবনির্বাচিত কমিটির সভাপতি ও কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা জনাবা সুফিয়া বেগম। বক্তব্য রাখেন গভর্নিং বডির অভিভাবক সদস্য আব্দুস সালাম।
এসময় আরও উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম (ফুলু), তরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রিজভী, আহ্বায়ক সদস্য আশরাফুল ইসলাম মাসুম, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিরন মিয়া, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, চিনাডুলী মোড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, কাপাসিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পনির হোসেন টিপু এবং আবুল হোসেনসহ প্রাক্তন ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখযোগ্য যে, চিনাডুলী গ্রামের কৃতী সন্তান প্রয়াত মোশাররফ হোসেন রাজু স্যার জীবিত অবস্থায় বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ে পুরো কাপাসিয়াসহ গাজীপুর এবং আশপাশের জেলাগুলোতে। বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্য দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে ও নৌকায় করে বিদ্যালয়ে আসত।
বক্তারা বলেন, বর্তমান আওয়ামী শাসনামলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়টির পূর্বের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। বিগত ১৭ বছরে নীতিমালা লঙ্ঘন করে বিদ্যালয়ের নাম পরিবর্তনসহ বিভিন্ন দুর্নীতি দেখা গেছে। এমনকি সুফিয়া বেগমের মতো অভিজ্ঞ শিক্ষিকাকে বিদ্যালয়ে ঢুকতে না দেওয়ার মতো ঘটনা প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিদ্যালয়টি রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে। কাপাসিয়ার অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটির পুরনো সুনাম ও অবস্থান ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।