
চার দিনের সরকারি সফরে চীন গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৫ মিনিটে তিনি দেশটির হাইনান প্রদেশের কিয়ংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর।
বৃহস্পতিবার হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এরপর শুক্রবার তিনি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ বৈঠকে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
এর আগে, বুধবার দুপুর ১টার দিকে চীনের উদ্দেশে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন মঙ্গলবার ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে জানান, চীন সরকারের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা এই সরকারি সফরে অংশ নিচ্ছেন। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।