ঘোষণা ছাড়াই রাজধানীতে বাস চলাচল বন্ধ
Advertisements

বিএনপির সমাবেশকে ঘিরে পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীতে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই রাজধানীর প্রায় সব সড়কেই কোন ধরনের যাত্রীবাহী চলাচল করতে দেখা যায়নি। ভোরে বাসা থেকে বের হয়ে গণপরিবহন না পেয়ে চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী ও সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা রাজধানীর বিভিন্ন মোড়ে বাসের জন্য তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুয়েকটি বাস চলাচল করলেও গেট লক থাকায় যাত্রীরা উঠতে পারেনি। তাই বাধ্য হয়ে তারা দ্বিগুণ-তিনগুণ ভাড়ায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে পৌঁছেন। আজ ভোর ৭টা থেকে রাজধানীর বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কাকরাইল, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ী, গুলিস্তান, শাহবাগ, বনানী, মহাখালী এলাকায় এ দৃশ্য দেখা যায়।

এরআগে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে ঘিরে রাজধানীতে পরিবহন ধর্মঘট ডাকা হবে না বলে জানিয়েছিলেন পরিবহন মালিকরা। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছিলেন, যদি বাস চলাচলের পরিস্থিতি থাকে তবে চলবে, পরিস্থিতি না থাকলে চলবে না। এ বিষয়ে মালিকদের সঙ্গে এখনো আলোচনা হয়নি। রাজধানীতে আমরা বাস ধর্মঘট ডাকব না।

Advertisements