সবুজের ভরাডুবি
Advertisements

গাজীপুর-৩ আসনে নৌকা প্রতীকে বেসরকারিভাবে জয় পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ ও প্রয়াত মন্ত্রী রহমত আলী কন্যা রুমানা আলী টুসি। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন সবুজ পেয়েছেন ৯৫ হাজার ১৭৩ ভোট।

স্থানীয় নির্বাচন সংশ্লিষ্টদের বরাতে এ তথ্য জানা গেছে।

এই আসনটিতে একাদশ সংসদের এমপি ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত ইকবাল হোসেন সবুজ। তিনি এবার এই আসনে জয়ী হতে পারেন নি।

জাতীয় সংসদের ১৯৬ নম্বর সংসদীয় আসনের এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪৩৪। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৪৩৯ এবং নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৯০। হিজড়া ভোটার পাঁচজন। এই আসনটি শ্রীপুর এবং গাজিপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত।

উল্লেখ্য, আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত। এবার বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। তারপরও ২৮টি রাজনৈতিক দলের ১,৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলেন ৪৩৬ জন।

Advertisements