গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা মাছের আড়তে অভিজান চালিয়ে ১০ মন বিষাক্ত ও নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এতে এক জনকে ২০০০ হাজার টাকা অর্থদন্ড ও ১ জন আড়ত ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে ।
আজ ১৩ আক্টোবর ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী ও উপজেলা নির্বাহী অফিসার এ অভিজান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন বাসন থানা পুলিশ ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা ।
অভিযানকালে প্রায় ১০ মণ বিষাক্ত ও নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। নিষিদ্ধ পিরানহা মাছ মজুদ ও বিক্রয়ের অপরাধে ১ জন খুচরা বিক্রেতাকে ২০০০ টাকা অর্থদণ্ড ও ১ জন আড়ত ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বিবেচনায় উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় বিনষ্ট করা হয়।
প্রতিনিধি / ফারহান সাদিক