শ্রীপুরে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
Advertisements

গাজীপুরের কাশিমপুরে এক দম্পতি ও তাদের চার বছরের কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ মার্চ) সকালে মহানগরীর গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছর বয়সি মেয়ে নাদিয়া আক্তার। নাজমুলের বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল তার শ্বশুরবাড়ি গোবিন্দবাড়িতে বসবাস করতেন। পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। শনিবার (২৩ মার্চ) রাতে তারা নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন।

রোববার সকালেও ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করতে থাকেন। কোনো উত্তর না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, নাজমুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে খাদিজা ও শিশুকন্যা নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, নাজমুল প্রথমে স্ত্রী ও কন্যাকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেছেন। তিনি মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন।

কাশিমপুর থানার এসআই লিটন জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, দুইজনের মরদেহ বিছানায় এবং একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। লাশগুলো উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে।”

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Advertisements