গাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইজাফ্ফর আলী (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। রোববার (৩ মার্চ) দিবাগত রাতে মহানগরীর উত্তর ভুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন গাজীপুর নগরের ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর ভুরুলিয়া এলাকার বাসিন্দা ইজাফ্ফর আলী (৪৫)। তিনি এলাকায় অটোরিকশা ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। আহত দুজন হলেন নিহত ইজাফ্ফর আলীর ছেলে ইসমাইল হোসেন (২০) ও বড় ভাই আজাফ্ফর আলী (৫০)। তাঁরা দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
স্বজন ও প্রতিবেশী দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা সবাই ওই সময় ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম। তখন হইচই শুনে বাড়ি থেকে বের হয়ে জানতে পারি, তাঁকে (ইজাফ্ফর আলীকে) কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সকালে হাসপাতালে গিয়ে জানতে পারি, আহত ইসমাইলের অবস্থাও খারাপ।’
স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর নগরের উত্তর ভুরুলিয়া এলাকার বাসিন্দা আজাফ্ফর আলী গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁর বাড়ির সামনে বসে ছিলেন। এ সময়ে তাঁর সামনে দিয়ে একই এলাকার রতন মিয়াসহ ১০-১২ জন যুবক হেঁটে যাচ্ছিলেন। তখন আজাফ্ফর আলী জানতে চান তাঁরা কে, কোথায় যাচ্ছেন? তখন উল্টো রতনসহ কয়েকজন তাঁকে জিজ্ঞেস করেন, ‘তুই কে? আমরা কোথায় যাচ্ছি, সেটা তোর জানার দরকার কী?’এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পাশ থেকে আজাফ্ফর আলীর ভাতিজা ইসমাইল হোসেন বিষয়টি দেখে তাঁর বাবা ইজাফ্ফর আলীকে ডেকে নিয়ে আসেন। তখন দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা আরও বেড়ে যায়। একপর্যায়ে রতন ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ইজাফ্ফর আলী মারা যান। গুরুতর আহত অবস্থায় ইসমাইল ও আজাফ্ফরকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর থেকে রতন ও তাঁর সহযোগীরা পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর নগরের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মজিবুর রহমান বলেন, রতনসহ কয়েকজন যুবক তুচ্ছ ঘটনা নিয়ে ব্যবসায়ী ইজাফ্ফর আলীকে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।