নেত্রকোনায় বজ্রপাতে মারা গেলেন ৮ জন
Advertisements

গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সময় এই দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কাপাসিয়া উপজেলার ভূলেশ্বর গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে কৃষক ইফাজ উদ্দিন (৪৫) এবং কালীগঞ্জ উপজেলার টেক মানিকপুর গ্রামের রজব আলীর ছেলে কৃষক শুকুর আলী (৫০)।

কাপাসিয়ায় প্রাণ হারান ইফাজ উদ্দিন

পুলিশ জানায়, দুপুরে ইফাজ উদ্দিন গরু আনতে মাঠে যান। এসময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারিক জানান, “বজ্রপাতের ঘটনায় ইফাজ উদ্দিন গুরুতর আহত হন। পরে হাসপাতালেই তার মৃত্যু হয়।”

কালীগঞ্জে ঘটনাস্থলেই নিহত শুকুর আলী

অন্যদিকে, কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর গ্রামের কৃষক শুকুর আলী দুপুর ১টার দিকে মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন আলী বলেন, “বৃষ্টির সময় মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই শুকুর আলীর মৃত্যু হয়।”

প্রাকৃতিক দুর্যোগে এই দুটি মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।

Advertisements