গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
Advertisements

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ্যাপারেলস প্লাস নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ্যাপারেলস প্লাস নামে ওই পোশাক কারখানার সাততলা ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখা যায়। এরপরই ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে শ্রমিকরা নিরাপদে ভবন ছেড়ে নিচে নেমে এসেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার এ্যাপারেলস প্লাস কারখানার ভবনে কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো পর্যন্ত কোন হতাহতের খবর ও আগুন লাগার কারণ জানা যায়নি।

Advertisements