গাজীপুরে নতুন করে ৯৩ জন করোনা আক্রান্ত
Advertisements

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার থেকের গতকাল শুক্রবার পযর্ন্ত জেলায় ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা পজিটিভ রিপোর্র্ট এসেছে। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি। নমুনা পরীক্ষার বিপরীতে জেলায় শনাক্তের হার ২৭ দশমিক ১১ শতাংশ। গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

নতুন আক্রান্ত ৯৩ জনের মধ্যে গাজীপুর সদরে ৫৮ জন, কালীগঞ্জে ৫ জন, কালিয়াকৈরে ৯ জন, কাপাসিয়ায় ৪ জন ও শ্রীপুর উপজেলায় ১৭ জন। সর্বশেষ জেলায় ৮৮ হাজার ৯৫৬ জনের নমুনার পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১২ হাজর ২৬৮ জন। জেলায় এ পর্যন্ত ২৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত সুস্থ্ হয়েছেন ১২ হাজার ২৬৮ জন।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. হাফিজ উদ্দিন জানান, করোনা ইউনিটে ২৫ জন রোগী চিকিৎসাধীন আছেন।

কয়েক দিন ধরে জেলায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহে ১ হাজার ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতার কারণেই সংক্রমণ বাড়ছে মনে করছে জেলার স্বাস্থ্য বিভাগ।

গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। বাইরের চিত্রটা দেখা গেলেও ঘরেরটা দেখা যাচ্ছে না। বাইরে থেকে বাসায় ফেরার পর পরিষ্কার-পরিচ্ছন্ন না হয়ে কোনোভাবেই পরিবারের সদস্যদের কাছে যাওয়া যাবে না। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ঘরে ও বাইরে সব জায়গায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি।

Advertisements