গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
Advertisements

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফলে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে পাশাপাশি থাকা চারটি বাসার প্রায় ৫০টি টিনশেড ঘর পুড়ে গেছে।

আজ সোমবার [১১ জানুয়ারি] ভোর ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। সকালে রান্না করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। বিস্ফোরণে চারজন ঘটনাস্থলেই নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন মুন্নি বেগম (৩০) ও তাঁর স্বামী মিলন মিয়া (৪০)। তাঁদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সন্ধ্যাইলপুর গ্রামে। অন্য দুজন হলেন প্রতিবেশী ফরহাদ হোসেন (৩৮) ও আবদুল আউয়াল (৪০)। ফরহাদ হোসেন একই গ্রামের আশরাফ আলীর ছেলে। আর আবদুল আউয়াল গাইবান্ধার জগন্নাথপুরের পলাশবাড়ী গ্রামের উসমান গনির ছেলে।

ফরহাদ হোসেন ও আবদুল আউয়াল মুন্নি-মিলন দম্পতির পাশের কক্ষের ভাড়াটে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হলেও তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে।

Advertisements