গাজীপুরে কাপাসিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুলা ধ্বংস, সরঞ্জাম নিলামে
Advertisements

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির দুটি চুলা ধ্বংস করার পাশাপাশি সব সরঞ্জাম নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল ২২ সেপ্টেম্বর ২০২০ খ্রি. তারিখে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের ফলে সৃষ্ট ধোঁয়ার ব্যপকতায় কারখানার আশেপাশের এলাকায় জনজীবন বিপন্ন করায় জনস্বার্থে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোসাঃ ইসমত আরা। এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে কারখানার শ্রমিকরা পালিয়ে যায়। কারখানায় ব্যবহৃত কাঠ, ইট এবং অন্যান্য সামগ্রী তাৎক্ষণিক নিলাম করে ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সিংহশ্রী তদন্ত কেন্দ্রের পুলিশ বাহিনীর সদস্যগণ সহযোগিতা করেন। এসময় জনাব ইসমত আরা বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisements