রাকিম কর্নওয়ালের
Advertisements

ক্রিকেটে রাকিম কর্নওয়ালের আবির্ভাব একজন অফ স্পিনার হিসেবে। তবে বড় ছক্কা মারার সামর্থ্যের কারণে তাঁকে তাঁর দল কখনো কখনো পিঞ্চ হিটার হিসেবেও ব্যবহার করে। ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি ক্রিকেট লিগ সিপিএলে তো বারবাডোজ রয়্যালসের হয়ে ব্যাট হাতে ইনিংসও ওপেন করেছেন।

সিপিএল চলাকালেই নিজের ব্যাটিং নিয়ে কর্নওয়াল বলেছিলেন, তাঁর ছয় মারার সামর্থ্য সহজাত। একই সঙ্গে নিজেকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান হিসেবেও আখ্যা দিয়েছিলেন কর্নওয়াল।

আসলেই যে তিনি তা–ই, এর প্রমাণ কর্নওয়াল দিলেন কাল রাতে যুক্তরাষ্ট্রের টি–টোয়েন্টি ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে।

বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সব ধরনের টি–টোয়েন্টি মিলিয়ে ডাবল সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।

স্কয়ার ড্রাইভের বিপক্ষে আটালান্টা ফায়ারকে জেতাতে ৭৭ বলে তিনি করেছেন অপরাজিত ২০৫ রান। ইনিংসটি খেলার পথে কর্নওয়াল ছয় মেরেছেন ২২টি, চার ১৭টি।

এর আগে টি–টোয়েন্টিতে একমাত্র ডাবল সেঞ্চুরিটি ছিল ভারতের সুবোধ ভাটির। এ বছরই দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সুবোধ ৭৯ বলে করেছিলেন অপরাজিত ২০৫ রান।

নিজের ইনিংসে ১৭টি করে চার ও ছয় মারেন সুবোধ। দিল্লির ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল ২৫৯.৪৯।

পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন কাল এক টুইট করে কর্নওয়ালের ইনিংসটির কথা ক্রিকেট–বিশ্বকে জানিয়েছেন। কর্নওয়ালের ইনিংসটির স্ট্রাইক রেট ২৬৬.২৩।

যুক্তরাষ্ট্রের দ্য মাইনর লিগ ক্রিকেটও কর্নওয়ালের ইনিংসটি নিয়ে টুইট করেছে। কর্নওয়ালের ব্যাটিংয়ের কিছু মুহূর্তের ভিডিও দিয়ে তারা লিখেছে, ‘আপনারা কি বিনোদন পেয়েছেন?’

Advertisements