গাজীপুরে করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৫ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৩৪ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৯৬ জন ও মৃতের সংখ্যা ২৬৪ জন।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান ওই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ২৩৪ মধ্যে গাজীপুর সদর উপজেলায় রয়েছে ১২৮ জন, কালীগঞ্জ উপজেলায় ৮ জন, কালিয়াকৈর উপজেলায় ১৯ জন, কাপাসিয়া উপজেলায় ১৮ জন ও শ্রীপুর উপজেলায় ৬১ জন।
এ পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে রয়েছেন গাজীপুর সদরে ৮ হাজার ৮৫২ জন, কালীগঞ্জে ৯৩৬ জন, কালিয়াকৈরে ১ হাজার ৫১৮ জন, কাপাসিয়ায় ৯০৫ ও শ্রীপুরে ১ হাজার ৮৫ জন আক্রান্ত হয়েছেন।





































