শ্রমিকের মৃত্যু
Advertisements

গাজীপুরের টঙ্গিতে মিলগেইট এলাকার এসএস স্টিল মিলস নামে একটি কারখানায় গলিত লোহা থেকে দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মোজাম্মেল নামে ঐ শ্রমিকের মৃত্যু হয়।

এ নিয়ে ওই কারখানায় সংঘটিত দুর্ঘটনায় তিন শ্রমিক মারা গেলেন, আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো একজন শ্রমিক।

এই ঘটনায় মোট ৪ শ্রমিকের দগ্ধ হয়েছিলো। গত ১১ সেপ্টেম্বর ভোরে টঙ্গিতে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে মারাত্মকভাবে তারা দগ্ধ হন। গুরুতর অবস্থায় ঐ দিন ভোরেই তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় দুলাল ও রিপন নামে দুই শ্রমিকের মৃত্যু হয়। সর্বশেষ বুধবার সকালে মারা যান মোজাম্মেল। চিকিৎসকরা জানান, এ ঘটনায় চিকিৎসাধীন নিলয় নামে অপর শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক।

Advertisements