গাজীপুরের টঙ্গিতে মিলগেইট এলাকার এসএস স্টিল মিলস নামে একটি কারখানায় গলিত লোহা থেকে দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মোজাম্মেল নামে ঐ শ্রমিকের মৃত্যু হয়।
এ নিয়ে ওই কারখানায় সংঘটিত দুর্ঘটনায় তিন শ্রমিক মারা গেলেন, আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো একজন শ্রমিক।
এই ঘটনায় মোট ৪ শ্রমিকের দগ্ধ হয়েছিলো। গত ১১ সেপ্টেম্বর ভোরে টঙ্গিতে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে মারাত্মকভাবে তারা দগ্ধ হন। গুরুতর অবস্থায় ঐ দিন ভোরেই তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় দুলাল ও রিপন নামে দুই শ্রমিকের মৃত্যু হয়। সর্বশেষ বুধবার সকালে মারা যান মোজাম্মেল। চিকিৎসকরা জানান, এ ঘটনায় চিকিৎসাধীন নিলয় নামে অপর শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক।