
গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। মঙ্গলবার ভোরে একযোগে উপত্যকার বিভিন্ন এলাকায় চালানো এই হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল দেকরানের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চলার মাঝেই ইসরাইল এই নৃশংস হামলা চালিয়েছে। গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস এবং রাফাসহ বেশ কয়েকটি স্থানে ইসরাইলি বিমান বাহিনী হামলা চালিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে। এদিকে, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে যে, তারা একাধিক স্থানে হামলা চালিয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। শুধু বিমান হামলা নয়, প্রয়োজন হলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।