ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনের ইসরাইলি হামলায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ছাড়িয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
একদিনের পরিস্থিতি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত গাজার হাসপাতালগুলোতে ৯৮ জনের মরদেহ এবং ৩৮৫ জন আহতকে আনা হয়েছে। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং পর্যাপ্ত সরঞ্জাম ও জনবলের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
চলমান অভিযান ও হতাহতের পরিসংখ্যান
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬২ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ফের ইসরাইলি হামলা শুরু হওয়ার পর গত পাঁচ মাসে ১২ হাজার ৫১১ জন নিহত এবং ৫৩ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন।
ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা
গাজার মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে। গত মে মাসের শেষ দিক থেকে খাদ্য ও ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ মে প্রথমবারের মতো ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর থেকে এ ধরনের হামলা নিয়মিত ঘটছে।





































