চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চীনের যে কৌশলগত চুক্তি হয়েছে তার লক্ষ্য হলো দু দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো; কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এ চুক্তি হয় নি।
গতকাল (সোমবার) এক সংবাদ ব্রিফিংয়ে লিজিয়ান বলেন, এই চুক্তি অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাকে গুরুত্ব দেবে। চুক্তির অন্য বিশেষ কোনো লক্ষ্য নেই কিংবা তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করে এটি সই করা হয় নি।
চীনের এ মুখপাত্র জানান, ইরান-চীন সহযোগিতা এগিয়ে নেয়ার ক্ষেত্রে ২৫ বছর মেয়াদি এ চুক্তি একটি সাধারণ অবকাঠামো হিসেবে কাজ করবে। তিনি জানান, তেহরান ও বেইজিং ২০১৬ সালের জানুয়ারি মাসে একটি যৌথ বিবৃতি দিয়েছিল যাতে দু দেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা হয় এবং এ বিষয়ে দু পক্ষ একটি চুক্তি সই করতে রাজি হয়।
গত শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেন। এ চুক্তিকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পার্সটুডে