কালীগঞ্জে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
Advertisements

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে মো. হৃদয় হাসান আলিফ (২০) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন বাজার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের স্থানীয় মো. আমানউল্লাহ ছেলে। সে প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

আলিফের বন্ধু ও প্রত্যক্ষদর্শী শ্রাবণ বলেন, কালীগঞ্জ উপজেলার নরুন হাইস্কুল মাঠে ৪দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন হচ্ছিল। আমরা কয়েক বন্ধু মিলে সোমবার রাতে ওই এলাকায় যাই। সেখানে গিয়ে হৃদয় হাসান আলিফের সাথে দেখা হয়। আমরা একত্রে রাত সাড়ে ৮টার দিকে ওয়াজ মাহফিলের পূর্ব দিকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলাম।

এমন সময় আমাদের বয়সী কয়েকজন ছেলে এসে আলিফকে একটু সামনে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সেখানে গণ্ডগোলের শব্দ শুনে আমরা এগিয়ে যাই এবং সেখানে গিয়ে আলিফকে কাত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখি। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কোনো গ্রেফতার আছে কি না বা তথ্য জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান খুব ব্যস্ততা দেখিয়ে মোবাইল ফোনের লাইন কেটে দেন।

Advertisements