গাজীপুর কালীগঞ্জে কাপড় ইস্ত্রি করতে গিয়ে এক গৃহবধূ্র করুণ মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম মোকলেছা বেগম (৩০)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের মোমেন সরকারের স্ত্রী।
শুক্রবার (১৪ মে) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক জানান, ঈদের নামাজ আদায়ের জন্য সকাল ৯টায় বাড়ির পুরুষেরা সবাই ঈদগাহ মসজিদে চলে যায়। এসময় মোকলেছা বাড়ির পুরনো কাপড় ইস্ত্রি করার চেষ্টা করে। কাঠের হাতল ও লোহার বডিওয়ালা ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তার চিৎকারে বাড়ির অন্য মহিলারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
খবর পেয়ে বাড়ির পুরুষ সদস্যরা ঈদগা মসজিদ থেকে ছুটে এসে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোকলেছাকে মৃত ঘোষণা করেন।