নাইজারে বন্দুকধারীদের হামলা
Advertisements

মালির সীমান্তের কাছে, পশ্চিম নাইজারের দুই গ্রামে অতর্কিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা সংবাদসংস্থা ডিপিএ’কে বলেন, মাঙ্গেইজ প্রদেশের ওই দুই গ্রামে শনিবার হামলার ঘটনা ঘটেছে।
আলহাদা আরো বলেছেন, ওই অঞ্চলে সুরক্ষার জন্য সেনা পাঠানো হয়েছে।

একজন স্থানীয় সাংবাদিক এএফপি সংবাদ সংস্থাকে বলেছেন যে তোচোমবাঙ্গুতে ৫০ জন নিহত হয়েছে, অন্যদিকে রয়টার্স একটি নিরাপত্তা সূত্রধরে বলেছে যে একই গ্রামে অন্তত ৪৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।

তবে রয়টার্স দ্বিতীয় একটি সামরিক সূত্র ধরে জানিয়েছে, জারুমদারেতে আরও ৩০ জন নিহত হয়েছে।

আল জাজিরার এক রিপোর্টার জানান, সেখানকার মানুষ ধারণা করছে হামলাকারীরা মালি থেকে সীমান্ত পেরিয়ে এসেছে। বিবিসি, আল জাজিরা।

নাইজারে এমন দিনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে যেদিন দেশটিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম ধাপের ফল ঘোষণা করেছে।

ক্ষমতাসীন নাইজেরিয়ান পার্টি ফর ডেমোক্রেসি এন্ড সোশ্যালিজমের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বাজুম ৩৯ শতাংশ ভোট পেয়ে  এগিয়ে ছিলেন। তিনি এখন সাবেক রাষ্ট্রপতি মহামানে উসমানের মুখোমুখি হবেন, যিনি ২০ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ১৭ শতাংশ ভোট পেয়েছেন।

জাতিসংঘের মতে, ২০১৯ সালে সশস্ত্র দলগুলোর সাথে সহিংসতায় মালি,বুরকিনা ফাসো এবং পশ্চিম নাইজারে অন্তত ৪,০০০ লোক মারা গেছে।

Advertisements